কান্দুঘর বি,বি,এস, উচ্চ বিদ্যালয়টি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের এক মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যায়লটি দক্ষিণ ও পশ্চিমমূখী। ইহার সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে। বিদ্যায়লটি অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালিত। গ্রামটি অত্যন্ত জনবহুল একটি গ্রাম। কিন্তু তৎকালে অত্র গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ৮০% লোক শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন। তাই এই গ্রামের সচেতন সমাজ গ্রামের শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা অনুভব করে ১৯৬২খ্রিঃ সালে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা করেন। ফলে গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গের ও জনগণের সাবি©ক সহযোগীতায় এবং জনাব ক্বারী কফিল উদ্দিন সাহেবের আর্থিক সহযোগীতায় ও বিনোদ বিহারী সেন কর্তৃক ভূমি দান এবং শেখ মফিজ উদ্দিন ও শেখ মন্তাজ উদ্দিনের নেতৃত্বে কান্দুঘর বি,বি,এস, জুনিয়র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। জনাব আবদুল লতিফ সাহেবের আর্থিক ও সার্বিক সহযোগীতায় ১৯৭২খ্রিঃ সালে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯৯০ খ্রিঃ সাবেক সভাপতি জনাব মরহুম আবদুল কুদ্দুছ সাহেবেব আর্থিক দান এবং গ্রামের শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে অবকাঠামোগত উন্নয়ন শুরু করেন এবং বতর্মান সভাপতি জনাব মোঃ আবু জাহের ভূঁইয়া-এর আর্থিক দান এবং দাতা ও শিক্ষানুরাগীদের সমন্বয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS