Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Kandughar B.B.S. High School
Details

কান্দুঘর বি,বি,এস, উচ্চ বিদ্যালয়টি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের এক মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যায়লটি দক্ষিণ ও পশ্চিমমূখী। ইহার সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে। বিদ্যায়লটি অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালিত। গ্রামটি অত্যন্ত জনবহুল একটি গ্রাম। কিন্তু তৎকালে অত্র গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ৮০% লোক শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন। তাই এই গ্রামের সচেতন সমাজ গ্রামের শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা অনুভব করে ১৯৬২খ্রিঃ সালে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা করেন। ফলে গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গের ও জনগণের সাবি©ক সহযোগীতায় এবং জনাব ক্বারী কফিল উদ্দিন সাহেবের আর্থিক সহযোগীতায় ও বিনোদ বিহারী সেন কর্তৃক ভূমি দান এবং শেখ মফিজ উদ্দিন ও শেখ মন্তাজ উদ্দিনের নেতৃত্বে কান্দুঘর বি,বি,এস, জুনিয়র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। জনাব আবদুল লতিফ সাহেবের আর্থিক ও সার্বিক সহযোগীতায় ১৯৭২খ্রিঃ সালে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯৯০ খ্রিঃ সাবেক সভাপতি জনাব মরহুম আবদুল কুদ্দুছ সাহেবেব আর্থিক দান এবং গ্রামের শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে অবকাঠামোগত উন্নয়ন শুরু করেন এবং বতর্মান সভাপতি জনাব মোঃ আবু জাহের ভূঁইয়া-এর আর্থিক দান এবং দাতা ও শিক্ষানুরাগীদের সমন্বয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন।